ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

সাভারে যুবককে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ০৯:১৫, ১ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:১৬, ১ এপ্রিল ২০২৫

সাভারে যুবককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

সাভারে রুবেল (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত সাড়ে এগারোটার দিকে পৌর এলাকার নামাবাজারের বাঁশপট্টি মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল বরিশাল জেলার খলিফার ছেলে। সে ঐ এলাকায় জনৈক মনিরের বাড়িতে ভাড়া থেকে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন।

নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, এদিন রাতে রুবেলকে কৌশলে মোবাইলে কল দিয়ে বাড়ির বাহিরে ডেকে নিয়ে যায়। পরে পূর্ব শত্রুতার জের ধরে রুবেল, শামীম ও সোহাগ নামে তিন ব্যক্তি রুবেলকে গুলি করে পালিয়ে যায়।

এ ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেইসঙ্গে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

মায়মুনা

×