ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ১জনের মৃত্যু, একজন গুরুতর আহত

ছাইফুল ইসলাম খান, সংবাদদাতা, ভাঙ্গুড়া, পাবনা

প্রকাশিত: ০৯:০৮, ১ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:০১, ১ এপ্রিল ২০২৫

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ১জনের মৃত্যু, একজন গুরুতর আহত

ছবি: সংগৃহীত

ভাঙ্গুড়া, পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় রুহুল হোসাইন (৩৬) নামের একজনের মৃত্যু হয়, অপর একজন মজাহান নামে (৩০) গুরুতর আহত হয়ে চাটমোহর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আজ সোমবার সকাল ৯ টায় চাটমোহর ভবানীপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত রুহুল হোসাইন ভাঙ্গুরা উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চৌবাড়ীয়া টেকপাড়া গ্রামের বাসিন্দা। 

জানা যায়, রুহুল হোসাইন নিজ বাড়ি থেকে পাবনা টেমুনিয়া বাজারে   গরুর মাংস কেনার জন্য যাওয়ার সময় ভবানীপুর নাম স্থানে ট্রাককে   সাইড দিতে গিয়ে এই ঘটনা ঘটে।

স্থানীরা জানান, পাবনা থেকে একটি মিনি ট্রাক আসছিল। এসময় রুহুল হোসাইন মোড়ে ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিঁটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই রুহুল হোসাইন মারা যায়। সে ভাঙ্গুরা উপজেলার চৌবাড়ীয়া গ্রামের ভাদু প্রামাণিকের ছেলে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন। লাশটি আইনের প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্ত করা হবে।

মায়মুনা

×