ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় মেয়ের পিতা, চাচাসহ ৩ জনকে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

অভিজিৎ রায়,  নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ০১:৩০, ১ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:৩১, ১ এপ্রিল ২০২৫

ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় মেয়ের পিতা, চাচাসহ ৩ জনকে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় ওই স্কুল ছাত্রীর পিতা, চাচা ও ফুফাতো ভাইকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। তারা  ভুক্তভোগী পরিবারটির বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে মেয়েটির পরিবার দাবী করেন।  

সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রীর বাবা গফফার মিয়া (৫৫), চাচা ছত্তার মিয়া (৬০) ও ফুফাতো ভাই তাইমুর মাতুব্বর (১৯) কে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী (১৭) কে বিভিন্ন সময় উত্যক্ত করতো প্রতিবেশী সিয়াম মোল্লা (১৯), রিফাত মোল্লা (২০), সাকিব মোল্লা (২২)। বিষয়টি ওই স্কুল ছাত্রী বাড়ি এসে বাবা-মাকে জানালে তারা রবিবার বিকালে ওই বখাটেদের অভিভাবকদের জানায়। 

বখাটেরা নালিশের পর ঈদের আগের রাতে মেয়েটির বাড়িতে বিভিন্ন রকম বাজি ফুটাতে থাকে। মেয়েটির পরিবার আবার বাধা দিয়ে বখাটের পরিবারকে পুনরায় জানালে তারা ঈদের নামাজের পর মীমাংসা করে দেবে বলে জানায়। কিন্তু মীমাংসা না করে সোমবার (৩১ মার্চ) বিকালে হামলা চালিয়ে মেয়েটির পরিবারের ৩ জনকে জখম করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়। 

স্কুল ছাত্রীর চাচা আবু সাঈদ মিয়া বলেন, আমার ভাতিজিকে উত্যক্তের বিষয়টি ওদের অভিভাবকদের জানালে তারা বাড়ির সামনে এসে গভীর রাতে ৩/৪টি আতশবাজি বাড়ির ভিতরে নিক্ষেপ করে। সোমবার বিকালে ওই তিন বখাটে সহ তাদের পরিবারের  ১০-১২ জন এসে ঘরের ভিতরে প্রবেশ করে আমার দুই ভাই ও বেড়াতে আসা এক ভাগ্নেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং ব্যাপক লুটতরাজ চালায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান

×