
ছবিঃ প্রতীকী অর্থে
ফরিদপুরের সদরপুর ও নগরকান্দায় বেপরোয়া চালকদের মোটরসাইকেল চাপায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর সচেতন মহল ঈদের ছুটিতে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে।
এর মধ্যে সোমবার (৩১ মার্চ) বিকালে জেলার সদরপুর উপজেলার নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় বেপরোয়া মটর সাইকেল চালকের গাড়ির চাপায় মৃত্যুবরণ করেন বৃদ্ধ মালেক ব্যাপারী (৭৮)।
জানা গেছে, সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে সদরপুরের নিজ বাড়ির সামনে রাস্তা দিয়ে হাটছিল মালেক ব্যাপারী। এ সময় পিছন দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । পরে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তার মৃত্যু হয়। এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশ সুরতহাল রিপোর্ট করে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নিয়েছে ।
এছাড়া জেলার নগরকান্দায় সোমবার (৩১ মার্চ) বিকালে মোটরসাইকেল চাপায় সূর্য বেগম (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত সূর্য বেগম নগরকান্দার মিনার গ্রামের বাসিন্দা তৈয়ব মাতুব্বরের স্ত্রী ।
সোমবার (৩১ মার্চ) বিকেল চারটার দিকে নগরকান্দার মিনার গ্রামের নিজবাড়ির সামনে দিয়ে সূর্য বেগম হাঁটছিলেন । এ সময় পিছন থেকে একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি রাস্তায় পড়ে গেলে মোটরসাইকেল চালক দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর কোতোয়ালি থানা পুলিশ তার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে প্রায় একই সময় বেপরোয়া মোটরসাইকেল চালকদের চাপায় দুইজনের মৃত্যুর ব্যাপারে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক হাসানুজ্জামান জানান, ঈদের ছুটিতে দেখা যায় অল্প বয়সী মোটরসাইকেল চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে থাকে। এইসব অল্প বয়সী চালকদের যেমন মোটরসাইকেল চালানোর লাইসেন্স নাই। তাদের হাতে অনেক সময় মানুষের মৃত্যুও হয়ে থাকে। তাই প্রশাসনের কাছে দাবি জানাই যেন মোটরসাইকেল চালকদের এসব গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়।
ইমরান