ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

কাশিয়ানীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মোঃ আশরাফুজ্জামান, কাশিয়ানী (গোপালগঞ্জ)

প্রকাশিত: ০০:৩২, ১ এপ্রিল ২০২৫

কাশিয়ানীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ডিবি পুলিশ কর্তৃক ইউপি চেয়ারম্যান গ্রেফতার হয়েছেন। 

সোমবার (৩১ শে মার্চ) বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গোপালগঞ্জ ডিবি পুলিশ। 

গ্রেফতারকৃত ইমরুল হাসান মিয়া কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এনায়েত হোসেন মিয়ার ছেলে এবং ১২নং বেথুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।   
 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ এলাকায় অবস্থান করছিলেন বলে জানান প্যানেল চেয়ারম্যান। 

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন গোপালগঞ্জে বিএনপি নেতা দিদার হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১লা এপ্রিল) তাকে কোর্টে প্রেরণ করা হবে। 

ইমরান

×