
ছবিঃ সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, জেলার নাচোলে সারোয়ার জাহান শাওন (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। শাওন উপজেলার কসবা ইউনিয়নের কলিহার গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
সোমবার (৩১ মার্চ) দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার দুপুরে নিজ বাড়ির উঠানে খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় শাওন পুকুর থেকে মোটরের সাহায্যে পানি দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, এর আগে ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হবার ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে চাঁদরাতে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন ইসলামপুর গ্রামের ফোরসেদ আলীর ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে রেল পুলিশের এসআই আশীষ সকার জানান, রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে ১নং প্লাটফর্ম এলাকায় ট্রেনে উঠতে বনলতা ট্রেনে উঠতে গিয়ে বা নামতে গিয়ে পড়ে যান মনিরুল ইসলাম। এ সময় তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ইমরান