ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু!

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ২২:০৯, ৩১ মার্চ ২০২৫

ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু!

ছবিঃ প্রতীকী অর্থে

ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় মালেক ব্যাপারী ‌(৮০) নামক এক ব্যক্তির  মৃত্যু হয়েছে।

জানা গেছে আজ সোমবার (৩১ মার্চ) ‌বিকেল সাড়ে চারটার দিকে উক্ত ব্যক্তি ‌বাড়ির সামনে ঈদের নামাজ আদায় করে রাস্তা দিয়ে হাটছিল। এ সময় ‌পিছন থেকে একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে যায়।

স্থানীয় লোকজন তাহাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের ৬ তলায় ক্যাজুয়ালটি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাহাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।

ইমরান

×