ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫, আহত ১০

জোবাইর চৌধুরী ও নুরুল ইসলাম, লোহাগাড়া থেকে

প্রকাশিত: ২১:৫৫, ৩১ মার্চ ২০২৫

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫, আহত ১০

ছবি: জনকণ্ঠ

চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের লোহাগাড়া এলাকায় যাত্রীবাহী দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

ঈদ-উল-ফিতরের দিন সোমবার সকাল ৭টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার পদুয়া ইউনিয়নের আরাফাত (২১), রিফাত (১৯), নাজিম উদ্দিন (২৮), আমিরাবাদের জিসান হোসেন (২২) ও সাতকানিয়া উপজেলার ছিদ্দিক (২০)।

আহতদের মধ্যে রয়েছেন রবিউল আলম (২৫), আবুল কাশেম (৪৪), সাজ্জাদ হোসেন (১৭), জসিম (২১), সাঈদুল ইসলাম (১৮), সোহান (১৭), আসিফ (১৮), মানিক (৩২), এহেছান (৩৭) ও ইয়াছিন (১৫)।

ঘটনার খবর পেয়ে লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ছাড়া দোহাজারী হাইওয়ে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ঘাতক বাস দুটি হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিনিবাসের পাঁচ যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এতে উভয় বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এম.কে.

×