
চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল করার মধ্য দিয়ে এ দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনকণ্ঠের সঙ্গে একান্ত আলাপচারিতায় এ কথা বলেন।
তিনি বলেন, "একটি দলের নেত্রী তার নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। তিনি এ দেশে ফিরে আসবেন, নির্বাচন করার জন্য নয়, বরং তার কৃতকর্মের সাজা খাটতে।"
দীর্ঘ ১৮ বছর একটি দল বিনা ভোটের নির্বাচনে রাষ্ট্র পরিচালনা করেছে উল্লেখ করে তিনি বলেন, "এ দেশে আর বিনা ভোটের নির্বাচন হবে না। জনগণের প্রত্যক্ষ ভোটেই সরকার গঠন হবে।"
তিনি আরও বলেন, "গত তিনটি নির্বাচনে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমার দল যদি সরকার গঠন করতে পারে, তাহলে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার উন্নয়নে শিক্ষা, আইন-শৃঙ্খলা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।"
আফরোজা