ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ঈদের দিনে চিরচেনা চেহারায় কুয়াকাটা, দর্শনার্থীদের পদচারণায় মুখরিত গোটা সৈকত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী | 

প্রকাশিত: ১৯:৫০, ৩১ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৫০, ৩১ মার্চ ২০২৫

ঈদের দিনে চিরচেনা চেহারায় কুয়াকাটা, দর্শনার্থীদের পদচারণায় মুখরিত গোটা সৈকত

ঈদের ছুটিতে বাড়িতে আসা কুয়াকাটা ও তার আশেপাশের দর্শনার্থীদের পদচারণায় পুরো কুয়াকাটা সৈকত মুখরিত হয়ে উঠেছে। লোকে-লোকারণ্য হয়ে গেছে পুরো এলাকা। ঈদের নামাজের পর থেকেই সৈকতে মানুষের ভিড় বাড়তে থাকে। দুপুর গড়িয়ে বিকেলের দিকে উপস্থিতি আরও বাড়ে এবং সন্ধ্যায় সৈকত কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সৈকতের বেলাভূমিতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে, যারা আমুদে সময় কাটান, সৈকতের বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত স্পটে ঘুরে বেড়ান।

উপস্থিত দর্শনার্থীদের অধিকাংশই পরিবার-পরিজন নিয়ে এসেছেন। তারা মোটরসাইকেল, অটোবাইক, সিএনজি-সহ বিভিন্ন যানবাহনে কুয়াকাটা ভ্রমণে আসেন। খাবার হোটেল-রেস্তোরাঁতে ভিড় থাকলেও আবাসিক হোটেলগুলোতে মঙ্গলবার থেকে পর্যটকের আনাগোনা বাড়বে বলে নিশ্চিত করেছেন হোটেল-মোটেল কর্তৃপক্ষ।

কিশোর-তরুণদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। তারা ঘণ্টার পর ঘণ্টা সাগরে গোসলে মেতে ছিলেন। তরুণ ও কিশোর বাইকারদের উপস্থিতি ছিল অসংখ্য, যার ফলে সড়কে মোটরসাইকেলের জট লেগে যায়। দীর্ঘ এক মাস পর কুয়াকাটায় যেন প্রাণের স্পন্দন ফিরে এসেছে।

আসাদুজ্জান-হোসনেয়ারা দম্পতি জানান, তুলাতলি গ্রামের বাড়িতে পরিবার-পরিজন নিয়ে ঈদের ছুটিতে এসেছেন। মাত্র ১২ কিলোমিটার দূরের এই চিরচেনা, পছন্দের কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরে আসার সুযোগ হাতছাড়া করেননি। দুপুরের পর থেকে অধিকাংশ স্থান ঘুরেছেন, তবে আকাশ কুয়াশা ও মেঘলা থাকায় সূর্যাস্ত পুরোপুরি উপভোগ করতে না পারার কিছুটা আক্ষেপও প্রকাশ করেন তারা।

হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানান, "আজ যারা এসেছেন, তাদের ৯০ শতাংশ স্থানীয় এবং আশপাশের এলাকার মানুষ। ঈদের ছুটিতে বাড়ি ফেরা দর্শনার্থীরাই মূলত সৈকতে এসেছেন। তবে মূল পর্যটকদের আগমন শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে।"

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, "দীর্ঘ এক মাস পর কুয়াকাটা যেন তার চিরচেনা চেহারায় ফিরেছে। তবে আবাসিক হোটেলগুলোতে পর্যটকের ভিড় থাকবে ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত। পর্যটকদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।"

আফরোজা

×