ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

জিয়া পরিবারের সবার জন্য দোয়া ও মোনাজাত

বগুড়ায় দেড় সহস্রাধিক ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

মাহফুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ১৯:১৯, ৩১ মার্চ ২০২৫

বগুড়ায় দেড় সহস্রাধিক ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বগুড়া জেলার প্রায় দেড় সহস্রাধিক ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো এবার বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা করা হয়।

কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগর আলী। পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীদের জন্য পৃথক নামাজের আয়োজন করে বগুড়া পৌরসভা ও জেলা প্রশাসন। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে জেলার সকল ঈদগাহে ঈদের জামাত শেষ হয়ে যায়।

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা ও পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম জেলার সর্বস্তরের মুসলমানদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বগুড়া জিলা স্কুল ময়দানে আহলে হাদিস অনুসারীদের ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রঃ) ঈদগাহে। প্রায় ২০ হাজার মুসল্লি সেখানে ঈদের নামাজে অংশ নেন। প্রায় ১৬ বছর পর মহাস্থান ও পার্শ্ববর্তী এলাকার মুসুল্লিরা খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দিত।

ঈদের জামাতের আগে সংক্ষিপ্ত আলোচনায় মাজার মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম এবং মাযার কমিটির প্রশাসনিক কর্মকর্তা এবিএম রবিউল ইসলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়ার আহ্বান জানান। এছাড়া শহীদ জিয়াউর রহমান ও তার প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

ঈদের জামাত শেষে মস্তান মাজার কমিটির সভাপতি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, সিনিয়র সহ-সভাপতি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম, মাযার ও মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। এবারের ঈদ উৎসব অন্যান্য বছরের তুলনায় আরও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, যা বগুড়া জেলার জন্য অত্যন্ত আনন্দের বিষয়।


 

মারিয়া

×