
ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে তোফায়েলনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৩১ মার্চ) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ব্যবসায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মনির ডাক্তারের ফার্মেসী, জাহার মিয়ার মুদি দোকান, জাহাঙ্গীর ডাক্তারের ফার্মেসি লোকমান টেইলার্স, কালু টেইলার্স এবং বাতেনের সবজির দোকান।
ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে দোকান বন্ধ করে রাতে বাড়িতে যায়। পরের দিন ঈদ উদযাপনের জন্য যখন সবাই ব্যস্ত তখন হঠাৎ সকালে খবর পাই দোকানে আগুন লেগেছে। গিয়ে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।
ছয়টি দোকানে প্রায় অর্ধ কোটি টাকার চেয়ে বেশি মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
খবর পেয়ে বিজয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানগুলোতে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বিজয়নগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মোশারফ মিয়াজি জানান, খবর পেয়ে তাদের ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন।
ইমরান