
ছবি : সংগৃহীত
ঢাকার জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার অনুষ্ঠিত এই ঈদের জামাতে তিনি জাতীয় ঐক্য ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বলেন, "আজ অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে এ ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটাই আমাদের কামনা।"
ঈদের নামাজে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের সরাসরি অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক মুহূর্তগুলো উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে মন্তব্য করেন,
"শেষ কবে বাংলাদেশের মানুষ নিজ দেশের রাষ্ট্রপ্রধানের সাথে একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ে এইভাবে কুশল বিনিময় করেছে জানা নেই...!"
এই ঈদ উপলক্ষে নেতৃত্ব ও জনগণের মধ্যে গড়ে ওঠা সম্প্রীতির দৃশ্য সাম্প্রতিক সময়ে একটি অনন্য উদাহরণ তৈরি করেছে। ঈদের নামাজের পর সাধারণ মানুষের সঙ্গে নেতাদের মেলামেশা এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার বার্তা বহন করে।