
ছবি : রিজভী আহম্মেদ রিজোয়ান
ঈদ মানে আনন্দ। ঈদ একই সাথে সংস্কৃতি ও ইবাদতের অংশ। হাসপাতালে ভর্তি রোগীরা এই ঈদের দিনেও বঞ্চিত থাকেন আনন্দের আমেজ থেকে। সোমবার (৩১ মার্চ ২০২৫) ঈদের দিন নওগাঁ সদর হাসপাতালে বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তরুণরা রোগীদেরকে মিষ্টান্ন উপহার দেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মিষ্টান্নের বক্সের ওপর লেখা ছিলো "এই রিজিক আপনারই, আমরা শুধু পৌঁছে দিচ্ছি।"
বিআরএফ ইয়ুথ ক্লাব, নওগাঁর আহবায়ক রিজভী আহম্মেদ রিজোয়ান জানান, "অনেক রোগী ঈদেও বাড়ি যেতে পারেনি। আমরা নওগাঁ সদর হাসপাতালে এরকম প্রায় অর্ধশত রোগীর কাছে মিষ্টান্ন পৌঁছে দিয়েছি। থ্যালাসেমিয়া, ক্যান্সার ও দুরারোগ্য রোগীদের সেবায় কাজ করতে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে।"
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, "ঈদের খুশির আমেজ সবার মাঝেই থাকা উচিত। তরুণরা ঈদ আনন্দের মাঝেও হাসপাতালের রোগীদের ভুলে যায়নি, এটা খুবই প্রশংসনীয় বিষয়। আশা করি বিআরএফ ইয়ুথ ক্লাব রোগীদের সেবায় এভাবেই পাশে থাকবে।"
উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব একটি সেবামূলক সামাজিক সংগঠন। কাজ করছে শিক্ষা, সেবা, সাহিত্য ও তারুণ্যের ইতিবাচক বিকাশে।
আঁখি