ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

কলাপাড়ায় ৩৫০ ঈদগাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

মেজবাহউদ্দিন মাননু, নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১০:১৮, ৩১ মার্চ ২০২৫

কলাপাড়ায় ৩৫০ ঈদগাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ধর্মীয় ভাবগম্ভীর্য পরিবেশে কলাপাড়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল আট টায় পৌর শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ ঈদগাহ প্রাঙ্গণে।

নামাজে ইমামতি করেছেন কেন্দ্রীয় বড় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সাঈদুর রহমান। নামাজে ধর্মপ্রাণ শত শত মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। 

এছাড়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও দুই পৌরসভায় অন্তত ৩৫০ স্থানে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণে সময় ভেদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ইসলামি ফাউন্ডেশনের উদ্ধৃতি দিয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ঈদকে ঘিরে উপজেলার সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। 

মায়মুনা

×