
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ঈদের জামাত ও মোনাজাতের পর ঈদ শোভাযাত্রা নামে একটি র্যালি বের হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোক্টর, শিক্ষক, কর্মচারী সকলেই অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, সবাই একসাথে ঈদ উদযাপন ও সকলের মাঝে এই শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।
তিনি আরো বলেন, একটি ভয়ভীতিহীন ঈদ উদযাপন করছে বাংলাদেশের মানুষ। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া করেছেন। প্রথম রোজার দিনেও এ ধরণের আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে।
র্যালিটি কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে রাজু ভাস্কর্য হয়ে কলা ভবনের দিকে এগিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় র্যালিটি কিছুক্ষণের জন্য থামে এবং সকালের মাঝে মিষ্টি বিতরণ করে।
মায়মুনা