ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঢাকা-সৈয়দপুর বিমানেও ঈদযাত্রীরা ঘরমুখো হয়েছেন

তাহমিন হক ববী, নীলফামারী 

প্রকাশিত: ০১:২৪, ৩১ মার্চ ২০২৫

ঢাকা-সৈয়দপুর বিমানেও ঈদযাত্রীরা ঘরমুখো হয়েছেন

ছবিঃ সংগৃহীত

রাজধানী থেকে সড়কপথ, রেলপথের পাশাপাশি রংপুর বিভাগের উত্তরাঞ্চলের আট জেলায় ঈদের ঘরমুখো মানুষজনের চাপ বহন করেছে বিভিন্ন বিমান কোম্পানীগুলো। 

রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও পঞ্চগড়ের মতো জেলাকে আকাশপথে সংযুক্ত করেছে উত্তরাঞ্চলের নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর। ঢাকা থেকে এই গন্তব্যগুলোতে যেতে সড়কপথ ও রেলপথে আগে যেখানে ১০ থেকে ১২ ঘণ্টা লাগত, বর্তমানে আকাশপথ এই দূরত্বকে মাত্র এক ঘণ্টায় নামিয়ে এনেছে।

সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-সৈয়দপুর-ঢাকা বিমান চলাচল করছে নিয়মিত। প্রতি ঈদের মতো এবারো যাত্রীর চাপ ছিল বিমান গুলোতে।

বর্তমানে ঢাকা থেকে সৈয়দপুর ও সৈয়দপুর থেকে ঢাকা আকাশ পথে ১৪ বাই ১৪ মোট ২৮টি বিমান উড়ছে। বিমানগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও এয়ার আ্যাস্ট্রা-এর।

ঈদে প্রতিটি যানবাহনে ভাড়া বেড়ে যায়। এ ক্ষেত্রেও বিমানেও বাদ যায়নি। কারণ ঈদের সময় ঢাকা থেকে ফুল সিট যাত্রী এলেও ফিরতি পথে যাত্রী ছাড়াই ফিরতে হচ্ছে। 

ঈদের আগের দিন রবিবার (৩০ মার্চ) পর্যন্ত বিমানের যাত্রীর প্রচন্ড চাপ ছিল। জানা যায় ঢাকা থেকে ৭০ সিটের প্রতিটি বিমানে যাত্রী ভরা এসেছে। সে হিসাবে ঢাকা থেকে ঈদের আগের ৭ দিন যাত্রী ভরা ছিল বিমানগুলোতে। হিসাব অনুযায়ী ১৪টি বিমানে ঢাকা থেকে ৭০ জন করে মোট ৯৮০ জন করে যাত্রী এসেছে। গত ৭ দিনে মোট যাত্রী এসেছে ৬ হাজার ৮৬০ জন।

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার এ কে এম বাহা উদ্দিন জাকারিয়া জানান, বরাবরের মতো ঈদযাত্রায় ঢাকা থেকে সৈয়দপুর আসা বিমানগুলো সিট ফুল যাত্রী নিয়ে এসেছে। কোন বিমানের সিট খালি ছিল না। তবে ফিরতে পথে যাত্রী নাই বললেই চলে। ঈদের পরে সৈয়দপুর থেকে বিমানে ঢাকার যাত্রী ফুল হবে। তিনি জানান, ঈদের দিন বিমান চলাচলে সিডিউলে একটু তারতম্য থাকবে। সকালের দিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে বিমান আসবে। এরপর বিকালের দিকে বিমান চলতে পারে। তবে ঈদের পরদিন থেকে ১৪টি বিমান আসবে এবং ১৪টি বিমান যাত্রী নিয়ে যাবে। এখন পর্যন্ত কোন সমস্যা ছাড়াই নিরাপদে বিমানগুলো চলাচল করেছে। 

ইমরান

×