ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আড়াইহাজার (ডুসাউ) এর ইফতার অনুষ্ঠিত

প্রকাশিত: ০০:১৬, ৩১ মার্চ ২০২৫; আপডেট: ০০:১৬, ৩১ মার্চ ২০২৫

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আড়াইহাজার (ডুসাউ) এর ইফতার অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আড়াইহাজার (ডুসাউ)- এর ইফতার ও নবীন বরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩০ মার্চ) বিকেলে আড়াইহাজার উপজেলা অডিটোরিয়ামে এই আয়োজন করা হয় । 

এতে অংশগ্রহণ করেন সংগঠনের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অডিটোরিয়াম প্রাঙ্গণ। এসময় প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরকে পেয়ে অতীতের স্মৃতিচারণ করেন এবং নবীন শিক্ষার্থী ও সংগঠনের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। নবীন ও প্রবীণদের মিলনমেলায় আনন্দঘন সময় কাটান সবাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াসিন আরাফাত ও সঞ্চালনা করেন মো. তাবারক হোসেন।

ইমরান

×