
ছবিঃ সংগৃহীত
বাউফলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতারা এবার ঈদুল ফিতরে এলাকায় নেই।
বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদার, তার অনুসারী ও এলাকার লোকজনের সাথে ঈদের আনন্দ উদযাপনের জন্য এলাকায় এসেছেন।
এলাকায় নেই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার। তিনি ঢাকায় পরিবারের সাথে ঈদ করবেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন আজ রবিবার (৩০ মার্চ) ঢাকার উদ্দেশ্যে এলাকা ছেড়েছেন। তিনিও পরিবারের সাথে ঈদ করবেন।
এলাকায় নেই কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মিজানুর রহমান লিটু। তিনি পরিবারের সাথে ঈদ করার জন্য রবিবার ঢাকার উদ্দেশ্যে এলাকা ত্যাগ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বর্তমানে ওমরা হজ্বের উদ্দেশ্যে সৌদি আরব অবস্থান করছেন। তিনি শনিবার (২৯ মার্চ) দুপুরে বাউফল থেকে ঢাকা চলে যান এবং ওই দিন রাত পৌনে ১টার বিমানে স্বপরিবারে সৌদি আরব চলে যান। যদিও তিনি ভয়েস ম্যাসেজের মাধ্যমে এলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সৌদি আরবে ঈদ করেছেন।
তবে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এলাকায় ঈদ উৎসব না করায় নেতা-কর্মী ও সমর্থকরা হতাশ হয়েছেন। নেতা-কর্মীরা আশা করেছিলেন তারা এলাকায় থাকলে সালামী পেতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েজন নেতা বলেন, মোবাইলে বিকাশ করে পছন্দের কিছু স্থানীয় নেতা-কর্মীদের ঈদ সালামী পাঠিয়েছেন কয়েক কেন্দ্রীয় নেতা।
এদিকে আওয়ামী লীগের কোন শীর্ষ নেতারা এলাকায় নেই। ৫ আগস্টের পর তারা এলাকা ছাড়েন। আওয়ামী লীগ নেতা ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ বর্তমানে কারাগারে রয়েছেন।
ইমরান