
ছবিঃ সংগৃহীত
পবিত্র মাহে রমজান শেষে ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ার পর কুমিল্লা নগরীতে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর শাখা এবং জাতীয় নাগরিক পার্টির যৌথ উদ্যোগে আয়োজিত এই মিছিল নগরীর কান্দিরপাড় থেকে শুরু হয়।
রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির ও ফাহিম বিন ফরিদ, কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল হাসান, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক নুর আলম হাসান এবং সুশীল সমাজের প্রতিনিধি আবদুল্লাহি বাকীসহ আরও অনেকে।
ইমরান