
কুমিল্লার দাউদকান্দিতে সন্ত্রাসীদের হাতে নিহত শ্রমিক দল নেতার পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া, তিনি এই পরিবারের সদস্যদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
রবিবার (৩০ মার্চ) বিকালে উপজেলার গোয়ালমারী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি নিহত মোকলেছুর রহমানের পরিবারের কাছে বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার ও ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে নিহতের পরিবার বিএনপির ভাইস-চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমদ হোসেন তালুকদার, গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব মো. আওলাদ প্রমুখ।
আফরোজা