ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ২২:৩৯, ৩০ মার্চ ২০২৫

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৪

ময়মনসিংহের গৌরীপুরে অজ্ঞাত যানবাহনের চাপায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু'জন আহত হয়েছেন।

রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের গৌরীপুরের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গৌরীপুর উপজেলার ওবায়দুর রহমানের স্ত্রী কুলসুমা বেগম (৯৫), মানিকের স্ত্রী দিলরুবা (৪০), নগরীর নাটকঘর লেন এলাকার সাইফুল ইসলামের দুই মেয়ে প্রীতি (৭) ও রীতি (১৪) গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের গৌরীপুরের শ্রীরামপুর এলাকায় একটি অটোরিকশার সঙ্গে অজ্ঞাত যানবাহনের সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলে আরও একজনের মৃত্যু হয়।

আহতরা হলেন, মাহি (১৬), শ্যামলী (২০)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসআই মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ চারটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নুসরাত

আরো পড়ুন  

×