
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করেছেন সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবি এম ইব্রাহিম খলিল। এসময় উপজেলা বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ রবিবার উপজেলা বিভিন্ন ইউনিয়নে এসব অর্থ ও ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। জানা যায়, গত তিনদিন ঈদ উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের জন্য ৩০০ পাঞ্জাবি বিতরণ সহ এলাকার অসহায় পরিবারকে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ প্রায় ১ লাখ টাকা প্রদান করা হয় ইব্রাহীম খলিল । এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সকল সদস্যদের জন্য আলাদা করে পাঞ্জাবী শাড়ি লুঙ্গি ও নগদ অর্থসহ প্রায় ৬ লাখ টাকার ঈদ উপহার দেন সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবি এম ইব্রাহিম খলিল।
এ ব্যাপারে সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবি এম ইব্রাহিম খলিল জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রান্তিক পর্যায়ে ঈদ উপহার হিসেবে এসব বিতরণ করা হয়। তিনি আরও জানান, আমরা ফ্যাসিজম মুক্ত দেশ পেয়েছি। একটা মানুষিক প্রশান্তির নি:শ্বাসের জন্য আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছে, দিবে সব টুকু আমার এলাকার মানুষের জন্য করে যাব। কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মানবিক কাজ করতে রাজনৈতিক উদ্দেশ্য লাগেনা। মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চাই ।
আফরোজা