ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির পক্ষেই রায় আসবে: মোশাররফ হোসেন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২২:০৮, ৩০ মার্চ ২০২৫

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির পক্ষেই রায় আসবে: মোশাররফ হোসেন

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, "আমরা-আপনারা দীর্ঘ ১৫ বছর উন্মুক্ত স্থানে ইফতার মাহফিল পর্যন্ত করতে পারিনি। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের গ্রেফতার করেছে, মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছে।"

তিনি আরও বলেন, "আমি বিশ্বাস করি, আগামী দিনে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, মানুষ যদি তাদের মত প্রকাশের সুযোগ পান, তাহলে বিএনপির পক্ষেই রায় দেবেন। তাই আমাদের জনগণের পাশে থাকতে হবে, তাদের সমস্যা সমাধানের জন্য এগিয়ে যেতে হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"

রবিবার বিকেলে বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল কবির ঝুনু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাবুল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খন্দকার এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন খন্দকার।

নুসরাত

আরো পড়ুন  

×