
সকলের সাথে ঈদের খুশি ভাগ করে নেয়ার প্রয়াসে আল্লামা লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার ফাউন্ডেশনের সভাপতি আল্লামা লুৎফর রহমান (রাহি:) এর বড় ছেলে আবু সাঈদ মাহমুদ রিয়াজ এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ থানার সহকারী সেক্রেটারি, ইখলাস ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মাস্টার ফয়সাল আহমদ ।
আরো উপস্থিত ছিলেন আল্লামার একমাত্র জীবিত ছোট ভাই আবু সিদ্দিক সালেহ, আল্লামার প্রতিষ্ঠিত বদরপুর দারুল কুরআন ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার আল্লামার মেজো জামাতা মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলী এবং স্থানীয় জামায়াতের দায়িত্বশীল মাওলানা সিরাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আফরোজা