ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ উদযাপন

জোবাইর চৌধুরী, নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম

প্রকাশিত: ১৫:০২, ৩০ মার্চ ২০২৫

বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ উদযাপন

ছবিঃ সংগৃহীত

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশের সাথে মিল রেখে আজ রবিবার (৩০ মার্চ) দক্ষিণ চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের অনুসারী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।

সকাল ১০ টায় মির্জাখীল দরবার শরীফের মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতের ইমামতি করেন দরবারের বড় শাহজাদা ড. মাওলানা মোঃ মকছুদুর রহমান। উক্ত জামাতে আনুমানিক এক হাজারের অধিক মুসল্লি একসাথে ঈদের নামাজ ও মোনাজাত আদায় করেন।

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীসহ সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, কর্ণফুলী উপজেলার মির্জাখীল দরবার শরীফের আকিদার মুসলমানেরা এ ঈদ উদযাপন করছেন।

প্রায় আড়াই শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছেন সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা।

এছাড়াও চট্টগ্রামের হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছেন, তারাও আজ ঈদ উদযাপন করছেন।
 

মারিয়া

×