ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

তালতলীতে তারেক রহমানের ঈদ উপহার পেল জুলাই বিপ্লবে নিহত বাবুলের পরিবার 

নিজস্ব সংবাদদাতা,তালতলী, বরগুনা

প্রকাশিত: ১৩:৫৫, ৩০ মার্চ ২০২৫

তালতলীতে তারেক রহমানের ঈদ উপহার পেল জুলাই বিপ্লবে নিহত বাবুলের পরিবার 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বরগুনার তালতলীর জুলাই বিপ্লবে নিহত শহীদ মো.বাবুল মিয়ার পরিবারকে ঈদ উপহার সামগ্রী ও সমবেদনা জানিয়ে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকাল ১০ দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকীর তবক এলাকায় মো. বাবুল মিয়ার বাড়িতে গিয়ে তার স্ত্রী রাজিয়া বেগম ও মেয়ে তামান্না আক্তার হাতে উপহার সামগ্রী তুলে দেন ছাত্রদল-যুবদল নেতাকর্মীরা। জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকায় গুলিতে বাবুল মিয়া প্রান  যায়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান অসীম, যুগ্ম-আহ্বায়ক গোলাম সরোয়ার হিরু, বরগুনা জেলা ছাত্রদলের সদস্য হাফিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সম্পাদক সফিকুল ইসলাম রাজু, বরগুনা জেলা জিসাস’র ত্রাণ বিষয়ক সম্পাদক মাসরিফুল মিজান প্রমুখ।

ঈদ উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে নিহতের স্ত্রী রাজিয়া বেগম বলেন,তারেক রহমানের ঈদ উপহার পেয়ে খুবই খুশি। কোনো দিনি ভাবিনি তিনি আমাদের ঈদ উপহার ও খোঁজখবর নিবেন। তারেক রহমানের প্রতি চির কৃতজ্ঞ।

উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান অসীম বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহিদ বাবুল মিয়ার পরিবারের কাছে জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও সমবেদনা জানিয়ে লেখা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে । এসময় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়সহ সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতে এ সকল শহীদ পরিবারকে সবধরনের সহযোগিতা করবে ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান

কানন

×