
ছবি: সংগৃহীত
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দুটি গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। রোববার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়ায় আলাদা ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ঈদের এসব জামাতে ৫০ থেকে ১০০ জনের মতো মুসল্লিরা নামাজ আদায় করেন। পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার আড়ালে ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে আয়োজন করা হয় প্রীতিভোজের। সেখানে গ্রামবাসীরা একত্রে খাওয়া-দাওয়া করেন।
স্থানীয়রা জানান, বিগত কয়েক বছর যাবত নালিতাবাড়ী উপজেলার এই দুই গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল ফিতর উদযাপন করে আসছেন। এতে প্রতি বছরই মুসল্লিদের সংখ্যা বাড়ছে।
উপজেলার গোবিন্দনগর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ’আমরা চাঁদের হিসাব অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখি এবং ঈদ উদযাপন করি। এতে আমরা আত্মিকভাবে শান্তি ও তৃপ্তি পাই’।
মায়মুনা