
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি স্থানে আজ (৩০ মার্চ) ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিন টোল ও বাগানপাড়া এলাকায়, সুন্দরপুর ইউনিয়নের ছোট মরা পাগলা জামে মসজিদে এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি এলাকায় এ ঈদ পালন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরা পাগলা জামে মসজিদে প্রায় ১৫ জন নারী-পুরুষ ঈদের নামাজ আদায় করেন। এখানে ইমামতি করেন মাওলানা এলাম উদ্দিন। এছাড়াও, একই উপজেলার আট নম্বর দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা গ্রামের একটি আম বাগানে সকাল সোয়া আটটায় প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ নিয়ে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন মওলানা আবুল কালাম আজাদ।
অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি গ্রামের দুই শতাধিক নারী পুরুষ মুসুল্লি বায়তুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণের মাঠে ঈদ উদযাপন করেছেন। এতে ইমামতি করেন মাওলানা শাইখ মোজাম্মেল হক।
রাজু