ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জে ঈদ উদযাপন

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১৩:৩৭, ৩০ মার্চ ২০২৫

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি স্থানে আজ (৩০ মার্চ) ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিন টোল ও বাগানপাড়া এলাকায়, সুন্দরপুর ইউনিয়নের ছোট মরা পাগলা জামে মসজিদে এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি এলাকায় এ ঈদ পালন করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরা পাগলা জামে মসজিদে প্রায় ১৫ জন নারী-পুরুষ ঈদের নামাজ আদায় করেন। এখানে ইমামতি করেন মাওলানা এলাম উদ্দিন। এছাড়াও, একই উপজেলার আট নম্বর দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা গ্রামের একটি আম বাগানে সকাল সোয়া আটটায় প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ নিয়ে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন মওলানা আবুল কালাম আজাদ।

অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি গ্রামের দুই শতাধিক নারী পুরুষ মুসুল্লি বায়তুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণের মাঠে ঈদ উদযাপন করেছেন। এতে ইমামতি করেন মাওলানা শাইখ মোজাম্মেল হক। 
 

রাজু

×