
বিশ্বের আকাশে চাঁদ দেখতে পাওয়ায় বরিশালের বাকেরগঞ্জে দুধল ইউনিয়নের সুন্দরকাঠি গ্রামে সুন্দরকাঠি দরবার শরীফে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মার্চ) সকাল ৯ টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা হানাফী মাযহাবের নিয়ম অনুসরণ করে ঈদ পালন করেছেন। বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে শত বছর ধরে এভাবে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও চান্দ্রমাসের সঙ্গে সম্পৃক্ত সব ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা। এ সময় ঈদ নামাজের ইমামতি করেন দরবার শরীফ মসজিদের ইমাম মাওলানা মোঃ হাসান। বরিশালের বিভিন্ন স্থান থেকে মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা সুন্দরকাঠি শেখ তাজউদ্দিন আহমেদ রহমতুল্লাহ মাজার শরীফে উপস্থিত হয়ে এই ঈদ নামাজে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাতে স্থানীয় শতশত মুসল্লিরা অংশ নেন। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দরবার শরিফের পক্ষ থেকে মুসল্লিদের পায়েস খাওয়ানো হয়।
রাজু