
ছবিঃ সংগৃহীত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। রবিবার জেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করা হয়। সেখানে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী। ঈদের নামাজে ইসলামকাটি, গোয়ালচাতর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ প্রায় ২০ গ্রামের মুসল্লিরা অংশ নেন। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হন।
মাওলানা মাহবুবুর রহমান বলেন, “প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালে জর্ডানে ওআইসি সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী একযোগে কুরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখে রোজা রাখা হয়। সে অনুযায়ী বাংলাদেশে একদিন আগে যারা রোজা রেখেছিলেন, তারা মূলত আজকে ঈদুল ফিতর উদযাপন করছেন। আমরা বিশ্বাস করি, সারা বিশ্বের মুসলমানদের সাথে একসঙ্গে ঈদ পালন করাই উত্তম।”
স্থানীয় মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও রবিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির আশায় দিনটি উদযাপন করেন।
মারিয়া