
ছবি: সংগৃহীত
গাড়িচালক হয়তো ভেবেছিলেন, নীতিবাক্য লেখা থাকলে কেউ তাকে সন্দেহ করবে না এবং সরু পথ দিয়ে পার পেয়ে যাবে। কিন্তু তা আর হলো না।
২৯ মার্চ সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকায় সেনাবাহিনীর দল একটি পিকআপ ভ্যান থামার সংকেত দেয়। কিন্তু পিকআপটি থামার বদলে হঠাৎই এর গতি বাড়িয়ে দেয়। মুহূর্তেই পরিবেশ পাল্টে যায়। শুরু হয় উত্তেজনাময় এক নাটক।
সেনাবাহিনীর গাড়ি পিকআপটিকে ধাওয়া করে। মুহুর্তের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা ফারুকিপাড়ায় এসে আটক করা হয় পিকআপটি। কিন্তু ততক্ষণে পিকআপ ছেড়ে ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়।
পিকআপ ভ্যানের দরজা খুলতে আসে তীব্র মদের গন্ধ। সাথে সাজানো ছিল ভারতের বিভিন্ন নামিদামি মদের বোতল। অফিসার চয়েস ব্লু, ওল্ড মঙ্ক, এসি ব্ল্যাক, আইস ভোতকা ও ম্যাজিক মোমেন্ট। সব মিলিয়ে ১৪৮০ টি বোতল, যার বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোজাফফর হোসেন। তার কথায়, আটক হওয়া পিকআপের পেছনে লেখা ছিল 'মাদককে না বলুন'। বিষয়টি হাস্যকর হলেও মনে করিয়ে দেয়, লেবাস দিয়ে সব বিচার করা উচিত নয়।
মায়মুনা