ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বোয়ালমারীতে আজ ১৩ গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন

নিজস্ব সংবাদদাতা,বোয়ালমারী,ফরিদপুর 

প্রকাশিত: ১২:১৯, ৩০ মার্চ ২০২৫

বোয়ালমারীতে আজ ১৩ গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রায় ১৩ গ্রামে ঈদ উদযাপন হচ্ছে আজ রবিবার (৩০ মার্চ)। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করেন তারা। একদিন আগে যারা রোজা ও ঈদ উদযাপন করেন তারা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরীফের মুরিদান।

রবিবার(৩০ মার্চ) সকাল আটটা থেকে দশটা পর্যন্ত পৃথকভাবে বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করা হয়।

স্থানীয় সূত্রে জানাযায়, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড়, কলিমাঝি, বন্ডপাশা, জয়দেবপুর ও দিঘীরপাড় গ্রামের কয়েক হাজার মানুষ আগাম রোজা পালন শুরু করেন। ১৩টি গ্রামের আংশিক মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করেন। তাই একদিন আগেই ওই গ্রামগুলোর অধিকাংশ লোকজন ঈদ উদযাপন করে থাকেন। গ্রামের অন্য সবাই আগামীকাল পবিত্র ঈদের নামাজ আদায় ও ঈদ পালন করবেন।

এ ব্যাপারে উপজেলার মাইটকুমরা গ্রামের বাসিন্দা মোঃ আবুল হাসান শেখ জনকণ্ঠকে বলেন, আমাদের গ্রামের কিছু মানুষ আজ পবিত্র ঈদ উদযাপন করেন। গ্রামের অন্য বাসিন্দারা আগামীকাল সোমবার ঈদ উদযাপন করবেন। 

মাইটকুমরা জামে মসজিদের ইমাম মোঃ রিফাত শিকদার জনকণ্ঠকে বলেন, মাইটকুমরা জামে মসজিদে রবিবার সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তিনি ঈদের নামাজে ইমামতি করেন।

রকিব হোসেন জনকণ্ঠকে বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘদিন ধরে ঈদ পালন করে আসছি। এবারও ঈদের নামাজ আদায় করেছি।

সহস্রাইল গ্রামের বাসিন্দা দিল্লুর রহমান জনকণ্ঠকে বলেন, আমরা অনেক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা ঈদ পালন এটা আমাদের ঐতিহ্য। অন্যবারের মতো এবারও সকাল দশটায় ঈদের নামাজ পড়েছি।

স্থানীয় বাসিন্দা ও আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মাহিদুল হক জনকণ্ঠকে বলেন, শেখর ও রুপাপাত ইউনিয়নের অন্তত ১৩ গ্রামের কয়েক হাজার মানুষ রবিবার আগাম ঈদের নামাজ আদায় ও পবিত্র ঈদ পালন করেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলার সহস্রাইল দায়রা ঘর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ সাইফুল্লাহ জনকণ্ঠকে বলেন, সহস্রাইল উত্তর পাড়া দায়রা ঘর জামে মসজিদে সৌদি আরবের সঙ্গে মিল রেখে অন্যবারের মতো এবারও পবিত্র ঈদের নামাজ আদায় করা হয়। 

এ বিষয়ে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের আংশিক মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও দুইটি ঈদ উদযাপন করে আসছেন।

রাজু

×