
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামের মানবসেবামূলক সংগঠন "চরশিবপুর উত্তরপাড়া মানবসেবা যুবসংঘ" প্রতিবছরের মতো এবারও অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করে।
রবিবার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়। সংগঠনটি ২০২০ সাল থেকে নিয়মিতভাবে ঈদসহ বিভিন্ন সময় অসহায় ও দুস্থ মানুষের জন্য খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করে আসছে। তাদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।
কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ আমান উল্লাহ, মো. শাকিল মিয়া, মোল্লা মো. এবাদুল্লাহ, মো. সাদ্দাম হোসাইন, সোহাইল আহমেদ, মো. শাহ আলম, মো. সাইফুল ইসলাম, সুজন মিয়া, মো. স্বাধীন, মো. রাসেল, মো. সাইদুর রহমান, মো. জুয়েল আহমেদ এবং প্রবাসী শুভাকাঙ্ক্ষী শিপন ও সুমন।
সংগঠনের সদস্যরা জানান, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। এবারও তারা দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন, যাতে তারা ঈদের দিন একটু ভালোভাবে কাটাতে পারেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, চরশিবপুর উত্তরপাড়া মানবসেবা যুবসংঘ প্রতিবছর দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। তাদের এই কাজ সত্যিই প্রশংসনীয় এবং ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের সদস্যরা জানান, তারা শুধু ঈদেই নয়, সারা বছর অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেন। বিভিন্ন সময়ে তারা দুস্থ পরিবারের জন্য খাদ্য নগদ অর্থ ও অন্যান্য সহায়তা প্রদান করেন।
তারা আরও বলেন, সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি তাদের পাশে দাঁড়ান, তবে আরও বেশি সংখ্যক অসহায় মানুষ সহায়তা পাবে। তারা সকলকে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, যাতে সমাজের প্রতিটি দুস্থ ও দরিদ্র মানুষ সহযোগিতা পায় এবং একটি সমৃদ্ধ ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা যায়।
মায়মুনা