ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

লাখ টাকার সেতু, চলাচলে বাঁশের সাঁকো!

প্রকাশিত: ১০:৫৭, ৩০ মার্চ ২০২৫

লাখ টাকার সেতু, চলাচলে বাঁশের সাঁকো!

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মকরম খালের উপর ২০০৯ সালে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় একটি সেতু। সেতুটি ভল্লভপুর, কাশিপুর, রাংসিনপুর, বাকপাড়া সহ অন্তত ১০টি গ্রামকে সংযোগ করে। কৃষিনির্ভর হাজারো মানুষ প্রতিদিন এই সেতুর ওপর নির্ভর করে যাতায়াত করে থাকেন।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সেতুটি নির্মাণের পর থেকে এখনো গ্রামবাসী এর পূর্ণ সুবিধা ভোগ করতে পারছেন না। কারণ, সেতুর দুই পাশে এখনো নির্মিত হয়নি কোনো সংযোগ সড়ক। ফলে মানুষকে বাঁশের তৈরি সাঁকো ব্যবহার করেই ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে।

স্থানীয়রা জানান, নিজেরাই মিলে পাশ থেকে পাটাতন বসিয়ে কোনোমতে চলাচলের চেষ্টা করেন, কিন্তু মাঝে মধ্যেই তা ভেঙে পড়ে। এরই মধ্যে সেতুর রেলিং ও কিছু অংশ ভেঙে পড়েছে অযত্ন আর অবহেলায়। এমন পরিস্থিতিতে রোগী নেওয়া কিংবা জরুরি যাতায়াতে সীমাহীন দুর্ভোগে পড়ছেন তারা।

এলাকাবাসীর জোর দাবি—শিগগির যেন সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয় এবং প্রয়োজনে নতুন করে সেতু নির্মাণের ব্যবস্থা নেয়া হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “যথাযথ দপ্তরে এ বিষয়ে জানানো হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে তালিকা করে মেরামতের কাজ চলছে। ইনশাআল্লাহ সামনে আমরা ভালো ফলাফল দেখতে পাবো।”

সূত্র ঃ https://www.youtube.com/watch?v=2W-O7HJE1Y0

রাজু

×