ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

পটুয়াখালীর ২৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর পালিত

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ১০:৫০, ৩০ মার্চ ২০২৫

পটুয়াখালীর ২৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর পালিত

প্রতি বছরের মতো এ বছরও বিশ্বের আকাশে চাঁদ দেখায় পটুয়াখালীর ২৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। এরা সবাই হানাফি মাজহাবের কাদেরিয়া তরিকাভক্ত। আজ রবিবার সকাল ৯ টায় বদরপুর দরবার শরিফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা হাসেম বিল্লাহ।

জেলার অন্যান্য গ্রাম গুলো হলো সদর উপজেলার বদরপুর, গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুর। ১৯২৮ সাল থেকেই বিশ্বের আকাশে চাঁদ দেখার সঙ্গে মিল রেখে এই গ্রামগুলোতে ঈদুল ফিতর উদযাপন হয়ে আসছে।

 

রাজু

×