ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

দাফন করার আড়াই মাস পর কিশোর ফিরল বাড়িতে!

প্রকাশিত: ০৯:১২, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১১:৩৫, ৩০ মার্চ ২০২৫

দাফন করার আড়াই মাস পর কিশোর ফিরল বাড়িতে!

ছবি: সংগৃহীত

দাফন করার আড়াই মাস পর কিশোর ফিরল বাড়িতে। মৃত মানুষের জীবিত হওয়ার মতো অলৌকিক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গায় আলমডাঙা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে।

ট্রেন দূর্ঘটনায় মারা যাওয়া তুফানের জানাজ‌া, মিলাদ শেষে দাফনও শেষ হয়ে গিয়েছিল আড়াই মাস আগে। আড়াই মাস পর হঠাৎ কিশোর ফিরল বাড়িতে। এ ঘটনায় পরিবার ও এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। গ্রামের দরিদ্র পরিবার সাইদুর রহমান ও আমেনা খাতুনের ছোট ছেলে তোফাজ্জল হোসেন তুফান।

১৪ জানুয়ারি বাবা মার সাথে দেখা করতে ঢাকা যান তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ঢাকার কোলাহলে হারিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি তাকে। পরে বাধ্য হয়ে থানায় জিডি করে তুফানের বাবা। জিডি করার পর একদিন তারা খবর পান রেললাইনের কাছে একটি কিশোর পড়ে আছে। খবর পেয়ে লোকজন নিয়ে সেই কিশোরকে হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। ডাক্তার সন্দেহ প্রকাশ করলেও সবাই বলে এটিই তুফান।

পরে পরিবার এই লাশটি কে নিয়ে এসে নিয়ম কানুন মেনে দাফন করে। তবে ঘটনা এখানেই থেমে থাকেনি। আড়াই মাস পর সেই তুফান ফিরে আসে বাড়িতে।

তুফান বলেন, তিনি এসবের কিছুই জানেন না। হারিয়ে যাওয়ার পর তিনি বেশকিছুদিন বাবা মায়ের খোঁজ করেন, কিন্তু পান‌নি। ঠিকানা বা ফোন নম্বর জানা না থাকায় পড়েন দুর্ভোগে। পরে তিনি একটি চায়ের দোকানে কাজ করেন। কাজ করে টাকা জমিয়ে তিনি ফিরেন বাড়িতে। তবে বাড়ি এসে দেখছেন তার কবর। এখন তুফান ফিরে আসায় ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে। তুফানের নামে যে কিশোরকে দাফন করা হলো সে আসলে কে।

সূত্র: https://youtu.be/LwnU1nOMnbs?si=X98B7QRc3bgbdqHn

মায়মুনা

×