ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বরিশালে ঈদ আনন্দকে আরও বর্ণিল করতে মেহেদি উৎসব!

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০২:৫৮, ৩০ মার্চ ২০২৫

বরিশালে ঈদ আনন্দকে আরও বর্ণিল করতে মেহেদি উৎসব!

ছবিঃ সংগৃহীত

ঈদ মানেই উৎসব। সেই উৎসবে নিজেকে নতুন রূপে তুলে ধরাতেও রয়েছে আনন্দ। যে আনন্দকে আরও বর্ণিল করে তুলতে বরিশাল নগরীতে শুরু হয়েছে ঈদ মেহেদি উৎসব।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় নগরীর বটতলা এলাকায় খানাপিনা রেস্টুরেন্টে মেহেদি উৎসবের আয়োজন করেছে উম্মে মারজান হক নামে এক উদ্যোক্তা।  

যেখানে দক্ষ শিল্পীরা নতুন নতুন নকশা ও সৃজনশীলতার সংমিশ্রণে নারী, তরুণী ও শিশুদের হাত রাঙিয়ে তুলছেন।

মানসম্মত ও অর্গানিক মেহেদি ব্যবহারের সুযোগ থাকায় নারী ও তরুণীরা স্বাচ্ছন্দ্যের সাথে মেহেদী উৎসবে অংশগ্রহণ করেছেন। যে উৎসব চলে মধ্যরাত পর্যন্ত।

উৎসবের আয়োজক উম্মে মারজান হক বলেন, নারীদের কাছে মেহেদি কেবল একটি শৈল্পিক নকশা নয়, এটি আবেগেরও বহিঃপ্রকাশ। শহরের কর্মব্যস্ত জীবনে সবাই ঈদের আগে বাসায় বসে মেহেদি দিতে পারে না। তাই গত তিন বছর ধরে ঈদকে সামনে রেখে এ উৎসবের আয়োজন করা।
  
তিনি আরও বলেন, গত বছর পাঁচ শতাধিক নারী ও তরুণী এ উৎসবে অংশগ্রহণ করেছিলেন। এ বছরও শুরু থেকেই বেশ সারা ফেলেছে আয়োজন। এ উৎসব চলবে আজ রবিবার পর্যন্ত। 

দ্বিতীয় দিন রবিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ উৎসব খানাপিনা রেস্টুরেন্টের ভেন্যুস্থলে চলবে।

উম্মে মারজান হক আরও বলেন, উৎসবে একসাথে অনেক নকশা ও শিল্পী থাকায় নিজের পছন্দমতো মেহেদি দেওয়ার সুযোগ পেয়েছেন অংশগ্রহণকারীরা। যা অন্য কোথাও এতো সহজে সম্ভব নয়। পাশাপাশি অর্গানিক মেহেদির ব্যবহার হওয়ায় ত্বকের কোনো ক্ষতি হওয়ার ভয় নেই। 

এক কথায় এ উৎসবের মাধ্যমে সবার হাত রাঙানো সহজ সুযোগ তৈরি করাই তাদের উদ্দেশ্য।

জেসিকা আহম্মেদ জুঁই নামের এক কলেজ ছাত্রী বলেন, গতবার বান্ধবীর কাছ থেকে শুনে এবার চলে এসেছি মেহেদি উৎসবে। এতো স্বল্প খরচে বরিশালে আর কোথাও মেহেদি দেওয়ার সুযোগ নেই। এখানে পছন্দমতো নকশায় হাতে মেহেদি করা যাচ্ছে।

ইমরান

×