ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

দুর্গাপুরে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা

প্রকাশিত: ০২:৩৮, ৩০ মার্চ ২০২৫

দুর্গাপুরে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

ছবিঃ সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৯ মার্চ) রাতে নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল হুদা শামীম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নেত্রকোণা জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

অব্যাহতি প্রাপ্তরা হলেন, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ মোশারফ (মাসুম বিল্লাহ) এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল রহমান (আরিফ মড়ল)।

এ বিষয়ে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ছাত্রদলের দুই নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

ইমরান

×