ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

কুয়াকাটা সৈকতের বেলাভূমে অর্ধশতাধিক হাফেজদের নিয়ে ইফতার মাহফিল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী 

প্রকাশিত: ০২:১৯, ৩০ মার্চ ২০২৫

কুয়াকাটা সৈকতের বেলাভূমে অর্ধশতাধিক হাফেজদের নিয়ে ইফতার মাহফিল

ছবিঃ সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমে  উপকূলীয় এলাকার অর্ধশতাধিক কোরআনের পাখি হাফেজদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) শেষ বিকেলে হাফেজ ক্বারী মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা বাইতুল আরজ জামে মসজিদের ইমাম ক্বারী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, পুলিশি থানা মহিপুর হুফাজুল কুরআন ফাউন্ডেশন এর সভাপতি হাফেজ মুহাম্মদ শাহআলম, সাধারণ সম্পাদক হাফেজ শামীম হোসাইন প্রমুখ।

এ সময় দ্বীন ইসলাম নিয়ে বক্তব্য রাখেন কুয়াকাটা ভূঁইয়া বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশিদ, হাফেজ রিয়াদ।

এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মশিউর রহমান। 

ইমরান

×