ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

অলৌকিক হাতের গোমর ফাঁস

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ০২:০৫, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ০২:১২, ৩০ মার্চ ২০২৫

অলৌকিক হাতের গোমর ফাঁস

ছবি: সংগৃহীত

নীলফামারীর সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের ধুড়ধুড়ির পাড় এলাকায় শনিবার (২৯ মার্চ) দুপুরে ২০০ বছরের অধিক বয়সী একটি বট গাছের গোড়া থেকে বের হতে দেখা যায় হাত সদৃশ্য ৫ আঙুলের মতো। যা স্থানীয় মানুষের ধারনা কোন দেবতার হাত!

ওই বট গাছের ধারে সনাকধর্মের মা কালী মন্দির থাকায় এবং দেখতে হাত সদৃশ্য হওয়ায়, সাধারণ মানুষের এই ধারনা আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল। দলে দলে নারী পুরুষ শিশু সহ বেশ কিছু ধর্মীয় মানুষজন সেখানে ছুটে এসে আশ্চর্য হয়ে পড়ে। সনাতন ধর্মের লোকজন শুরু করে পুজা। দিতে থাকে উলু ধ্বনু। দুপুর থেকে বিকাল গড়িয়ে গেলেও মানুষজন ছুটতে থাকে ঘটনাস্থলে। অবশেষে এ ঘটনার গোমর ফাঁস হয়ে পড়ে।

লক্ষ্মীচাপ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান জানান, ঘটনা জানার পর আমি নিজেই সেখানে ছুটে যাই। পেশায় এক সময় শিক ছিলাম। তাই ওই হাত সদৃশ্য দেখে সন্দেহ হয়। পরে বেশ কিছু কৃষি অফিসের লোকজনও ছুটে আসেন। এ দিকে কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থপ্রতিম রায় ও রাকিব আবেদীন ঘটনাস্থলে এসে মানুষের হাত সাদৃশ্য বস্তুতি নিয়ে পরীা নিরিা শেষে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি না হওয়ার জন্য জানিয়ে বিষয়টির একটি ব্যাখা তুলে ধরেন। ফলে বিষয়টির গোমর ফাস হয়ে পড়ে।

তারা জানান, প্রকৃতপক্ষে এটি এক ধরনের ছত্রাক। যাকে ডেড ম্যান'স ফিঙ্গারস বলা হয়ে থাকে। যা একটি স্যাপ্রোবিক ছত্রাক। যা কাঠের পলিস্যাকারাইড গ্রহণে বিশেষজ্ঞ, যা নরম, পুষ্টিকর সমৃদ্ধ ধ্বংসাবশেষ ফেলে যা অনেক অমেরুদন্ডী প্রাণী খায়।ছত্রাক হল এক ধরনের ইউক্যারিওটিক পরজীবী বা মৃতজীবী জীব যা উদ্ভিদরাজ্য, ছত্রাক গোষ্ঠীর অন্তর্গত। ছত্রাকদের মূলত অণুজীবদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয। এবং এই জীবগুলি রাজ্য ছত্রাকের অধীনে শ্রেণিবদ্ধিত হয। ইউক্যারিওটিক, কোরোফিলবিহীন, রেণু ধারণকারী, নালিকাবান্ডিলবিহীন, শাখাযুক্ত অণুসূত্র গঠনকারী জীবগোষ্ঠী ছত্রাকের যৌন ও অযৌন উভয প্রকার জনন দেখা যায় এবং কোষপ্রাচীর কাইটিন এন অ্যাসিটাইল গøকোস্যামাইনের পলিমার ও অন্যান্য বহুশর্করা দ্বারা নির্মিত হয়।

প্রকাশ থাকে যে এর আগে ওই গ্রামের কৃষক কমল চন্দ্র রায় (৩৫) জানিয়েছিল শনিবার (২৯ মার্চ) দুপুরে তার ভুট্টা ক্ষেতে শিয়াল হানা দেয়। তিনি শিয়াল তাড়াতে গিয়ে ওই বট গাছের নিচে হঠাৎ একটি রক্তমাখা কালো হাতের আকার দেখতে পান। প্রথমে ভয় পেয়ে যান তিনি। পরে আশপাশের লোকজনকে ডাকলে ঘটনাটি দ্রুত  ছড়িয়ে পড়ে। সুবাস চ্যাটার্জী (৫৫) নামের এক পুরোহিত মনে করে বলেছিলে, এটি শতবর্ষী একটি বট গাছ। অনেকেই মনে করছেন এটি ঠাকুরের হাত। এমন ঘটনার জীবনের প্রথম দেখলেন বলে তিনি জানিয়ে বলেছিলেন এটি কোন পরগাছা। পরিশেষে এই পুরোহিতের ধারনাই সঠিক হলো।

আসিফ

×