ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

শতবর্ষী বিদ্যালয় মাঠের সবুজ চত্বরে বসেছিল মিলনমেলা 

কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে হাইস্কুলিয়ান ইফতার ২০২৫

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ০১:৪১, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ০১:৪১, ৩০ মার্চ ২০২৫

কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে হাইস্কুলিয়ান ইফতার ২০২৫

ছবিঃ সংগৃহীত

২৯ মার্চ (শনিবার) শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসেছিল। যেন প্রাণখুলে একে অপরের কথা শুনছেন। আবার স্মৃতিচারণ করতে গিয়ে পেছনকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। স্মৃতি হাঁতড়ে বেরিয়েছেন বহুজনে। ফেলে আসা শৈশব-কৈশোরকালকে ফিরে পাওয়ার ব্যর্থ চেষ্টা করেছেন। 

কেউ কেউ বিদ্যালয় ভবনের ইট-পাথর, দেয়াল স্পর্শ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। সেই ১৯৭৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এসএসসির কয়েকশ’ শিক্ষার্থী কয়েক ঘন্টার জন্য প্রিয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী বনে গিয়েছিলেন। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠের সবুজ গালিচায় নিজেকে লেপ্টে দিয়ে বসেছিলেন। করেছেন জম্পেস আলাপচারিতা। ব্যাচ ভিত্তিক ৩৪টি ব্যাচের পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

শনিবার (২৯ মার্চ) বিকেল থেকে জড়ো হন সবাই। সবাই মিলে একই সঙ্গে ইফতারি সম্পন্ন করেন। যেন প্রাণের মেলা বসেছিল। স্লোগান ছিল ‘এসো মিলি প্রাণের বন্ধনে’।

প্রতি বছর ২৮ রমজানে স্কুলটির প্রাক্তনদের এমন মিলনমেলা বসে আসছে। এটি নিয়ে চতুর্থবার। ২০২০ সালের শিক্ষার্থী রেদোয়ান জানান, তাদের ব্যাচের এ বছর রেজিস্ট্রেশন ছিল সর্বোচ্চ। ৮৬ জন। এতো বড় আয়োজনে অংশ নিয়ে সবাই যারপরনাই খুশি রয়েছেন তিনি। আয়োজকদের একজন রফিকুল ইসলাম জানান, আমরা এই ধারা ধরে রাখতে চাই। প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ আল-ইমরান জানান, শুধু মিলনমেলা নয়। তারা কলাপাড়ার টেকসই উন্নয়নে করণীয় দিক নিয়েও একে অপরের সঙ্গে মতামত ব্যক্ত করেছেন। 

বর্তমানে কলাপাড়ার তুখোর রাজনৈতিক প্রাক্তন শিক্ষার্থী গাজী মো. ফারুক জানান, এত সুন্দর সাজানো গোছানো অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ না জানালে আফসোস থেকে যাবে।

‘এসো মিলি প্রাণের বন্ধনে’ এই স্লোগানের মধ্য দিয়ে শুরু হওয়া এসএসসি ব্যাচ ভিত্তিক হাইস্কুলিয়ান ইফতার মাহফিল এখানকার সকল প্রজন্মের জন্য এক অনুকরণীয় দিক হিসেবে বিবেচিত হয়ে আসছে। পরে উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কলাপাড়াবাসীর মঙ্গল ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ২০০৫ ব্যাচের শিক্ষার্থী কাজী স্বরাজ। 

ইফতারির মধ্য দিয়ে শেষ হয় শেষ পর্ব।

ইমরান

×