ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ডাক্তারের মধ্যে তিনজনই বদলি!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ০১:১৩, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ০২:০৬, ৩০ মার্চ ২০২৫

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ডাক্তারের মধ্যে তিনজনই বদলি!

ছবিঃ বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স ও ডাক্তারদের বদলির আদেশ

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন ডাক্তার থাকার কথা থাকলেও ছিল মাত্র ৪জন। সেখান থেকেও ৩জন ডাক্তারকে বদলি করা হয়েছে। এখন আছে মাত্র ১জন ডাক্তার। 

আর এই একজন ডাক্তার দিয়ে সাড়ে ৪ লাখ লোকের চিকিৎসা সেবা দেওয়া কোন ভাবেই সম্ভব না। তার উপর আবাসিক মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। 

এছাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে ১৫জন ডাক্তার থাকার কথা থাকলেও সেখানে ছিল মাত্র ৪ জন। এখান থেকেও ১জন ডাক্তারকে বদলি করা হয়েছে। গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব ডাক্তারদের বদলি করা হয়।

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলিকৃত ডাক্তাররা হলেন, মিরাজুল ইসলাম, মারজান আফরিন ও লামিয়া আহমেদ। আর কনকদিয়া উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বদলি করা হয় তাসমিম তানজিলা ইসলামকে। একই সাথে ৪ ডাক্তারকে বদলি করায় স্বাস্থ্য সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এ ব্যাপারে বাউফল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল রউব বলেন, একসাথে ৪ ডাক্তারকে বদলি করায় বাউফলের বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে পরেছে। 

স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরে ফাতেমা আক্তার যুঁথি নামের একজন ডাক্তার রয়েছেন। প্রতিদিন আউটডোরে কমপক্ষে ২-৩শ রোগী আসেন চিকিৎসার জন্য। একজন ডাক্তারের পক্ষে এসব রোগীদের চিকিৎসা দেওয়া আদৌও সম্ভব নয়।

ডাক্তারদের বদলির আদেশ

ডাক্তারদের বদলির আদেশ

ইমরান

×