ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

লে. কর্নেল (অব.) হাসিনুর রহমানের ঈদের শুভেচ্ছা ও নতুন বাংলাদেশের আশা

প্রকাশিত: ০১:১২, ৩০ মার্চ ২০২৫

লে. কর্নেল (অব.) হাসিনুর রহমানের ঈদের শুভেচ্ছা ও নতুন বাংলাদেশের আশা

ছবি: সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান তার ফেসবুক পেজে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে তিনি সকলকে ঈদের আনন্দের পাশাপাশি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একত্রিত হওয়ার আহ্বান জানান।

হাসিনুর রহমান তার পোস্টে লিখেছেন, "ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতর আপনার ও আপনার পরিবারের জন্য বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও সাফল্য। ৩৬ জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে সত্য, আত্মমর্যাদা ও ন্যায়বিচারের শাসন প্রতিষ্ঠা হোক। জুলাই বিপ্লবে সকলের আত্মত্যাগ যেন বৃথা না যায়।"

এতে তিনি ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে ন্যায়বিচার, আত্মমর্যাদা এবং সত্য প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। তার এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের মাঝে ন্যায় এবং সমতা প্রতিষ্ঠার প্রয়াসের প্রতি এক ধরনের সমর্থন ও আহ্বান হিসেবে দেখা যাচ্ছে।

তার পোস্টের মাধ্যমে সাবেক সেনা কর্মকর্তা দেশবাসীকে একত্রিত হয়ে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন। এটি একটি সামাজিক ও রাজনৈতিক বার্তা, যেখানে তিনি দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

আসিফ

×