ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নড়াইল পৌরসভার সড়ক বেহাল

রিফাত-বিন-ত্বহা, নড়াইল

প্রকাশিত: ০১:১০, ৩০ মার্চ ২০২৫

নড়াইল পৌরসভার সড়ক বেহাল

ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় পৌরসভায় জলাবদ্ধ একটি সড়ক

প্রথম শ্রেণির নড়াইল পৌরসভার পঁচাত্তর শতাংশ সড়কেরই বেহাল দশা। সারা বছরই কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে থাকে জলাবদ্ধতা, বাকি সড়কগুলোর মধ্যে বেশিরভাগই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দূর্ভোগে পড়েছে পৌর এলাকার লক্ষাধিক মানুষ। দ্রুত এ সকল সড়ক সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কর্তৃপক্ষ বলছেন বাজেট স্বল্পতার কারণে সড়কগুলোর করুণ অবস্থা হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সড়কগুলো সংস্কারের আশ্বাস তাদের। 
এক সময় নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকার ব্যস্ততম সড়ক ছিল এই রূপগঞ্জ-ভওয়াখালী সড়কটি। এই সড়ক দিয়ে  রূপগঞ্জ বাজারে প্রতি দিন শত শত মানুষ আসা যাওয়া করত। বছর দশেক হলো এই সড়কটিতে প্রায় সারা বছরই জলাবদ্ধতা থাকে। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় দুর্ভোগে পড়েছে এই সড়ক ব্যবহারকারী হাজারো পথচারী। শুধু রূপগঞ্জ-ভওয়াখালী সড়কই নয়। নড়াইল পৌরসভার অধিকাংশ সড়কেরই করুণ অবস্থা। 
বেশিরভাগ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক গুলোর মধ্যে বেশি নাজুক অবস্থা শহরের প্রান কেন্দ্র মহিষখোলা, আলাদাৎপুর, দুর্গাপুর, বরাশুলা, উজিরপুর, বিজয়পুর, মাছিমদিয়া, দক্ষিণ নড়াইল, তালসারি গ্রামের সড়কগুলোর। এ সব এলাকার বেশিরভাগ সড়কের পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে, সকড়গুলো দেখলে বুঝার উপায় নেই যে সেগুলো পিচ ঢালাই সড়ক নাকি মাটির সড়ক।

সড়কে ইজিবাইক, ভ্যান, প্রাইভেটকারসহ সকল প্রকার যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। বছরের পর বছর চলাচলের অনুপযোগী এ  সকল সড়ক মেরামতের কোনো পদক্ষেপ নেয়নি পৌরসভা।  ১৯৭২ সালে প্রথমে তিনটি ওয়ার্ড নিয়ে ‘গ’ শ্রেণির পৌরসভা হিসেবে গঠিত হয় নড়াইল পৌরসভা। এর পর ১৯৯৯ সালে ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। বর্তমানে ৯টি ওয়ার্ডে ২২টি মৌজা নিয়ে গঠিত নড়াইল পৌরসভার আয়তন ২২ বর্গ কিলোমিটার।

প্রায় দেড় লাখ মানুষের বসবাসের এই পৌরসভায় মোট সড়ক রয়েছে তিনশ’ একাত্তর কিলোমিটার, এর মধ্যে একশ’ সাতাত্তর কিলোমিটার সড়ক কাঁচা আর এক শত চুরানব্বই কিলোমিটার সড়ক কাগজে-কলমে পাকা হলেও মোট সড়কের মধ্যে পঁচাত্তর শতাংশ সড়কেরই বেহাল অবস্থা। 
এ বিষয়ে জানতে চাইলে নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না সড়কের ভোগান্তির কথা স্বীকার করে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে সড়কগুলো সংস্কার করার আশ্বাস দিয়েছেন। দ্রুত এ সকল রাস্তা সংস্কার করে পৌর এলাকার লক্ষাধিক ভুক্তভোগীকে ভোগান্তি থেকে মুক্তি দেবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। 
রায়পুরায় সড়ক সংস্কারে আল্টিমেটাম
নিজস্ব সংবাদদাতা, রায়পুরা, নরসিংদী থেকে জানান, রায়পুরায় পরিবেশ দূষণ, জনদুর্ভোগ, স্বাস্থ্য ঝুঁকি, বালু ব্যবসায় ব্যবহৃত অবৈধ যানবাহন থেকে পরিত্রাণ ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে আগুন জ¦ালিয়ে মানববন্ধন করেছে এলাকার কয়েক শতাধিক মানুষ। শনিবার দুপুরে উপজেলার পৌর শহরের পিটিআই সড়কে আলোকিত সমাজ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আরমান শরিফ, মেজবাহ উদ্দিন বশির, সাহেদ আলম।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ এই সড়কে অবৈধভাবে বালুবাহী ট্রাক (ট্রাক্টর) চলার কারণে সড়কে ধুলাবালি সৃষ্টি হচ্ছে। যার ফলে আশপাশের মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। উপজেলা সদরের সঙ্গে চরাঞ্চলের ছয়টি ইউনিয়নবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম রায়পুরা-পান্থশালা সড়ক। ট্রাক দিয়ে বালু আনা-নেওয়া করায় সড়কের বিভিন্ন অংশে ভাঙন সৃষ্টি হয়েছে।

রায়পুরা-পান্থশালা রাস্তাটির আশপাশে রয়েছে প্রাথমিক ট্রেনিং সেন্টার (পিটিআই), সাবরেজিস্ট্রার অফিস, রায়পুরা থানা, নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, হাফিজিয়া মাদ্রাসা, একাধিক ইউনিয়ন ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। বক্তারা আরও বলেন, আগামী ১০ এপ্রিলের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু না হলে এরপর থেকে তারা সড়কে যান চলাচল স্থায়ীভাবে বন্ধ করার আল্টিমেটাম দেন।

×