
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০১৬ সালের পর প্রায় ৮ বছর পর প্রকাশ্যে "রমজানের তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
২৯ মার্চ (শনিবার) বিকাল ৪টায় শ্রীপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম ভূঁইয়া এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ রেদুয়ান ভূঁইয়া।
উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা খোরশেদ আলম, বিজয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু সাঈদ সরকার, সহকারী সেক্রেটারি ডাঃ আলী নেওয়াজ, সহকারী সেক্রেটারি ইসহাক সরকার, সাবেক সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন ভূঁইয়া, তিতাস পূর্ব থানা শাখার সাবেক সভাপতি সেলিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিজয়নগর উপজেলা শাখার সাবেক সভাপতি আদহাম মাইনুদ্দীন ও শরীফ মোহাম্মদ ইউনুস, বর্তমান সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, জামায়াতে ইসলামী সিংগারবিল ইউনিয়নের সহকারী সেক্রেটারি কামরুল ইসলাম, জামায়াতে ইসলামী চান্দুরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন প্রমুখ।
এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শত শত রোজাদার এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে বক্তব্য রাখেন এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আফরোজা