
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। চলমান কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার তিনজন শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমানের পক্ষে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ গৌরনদী উপজেলার কালনা গ্রামের ইমরান খলিফা, পূর্ব হোসনাবাদ গ্রামের জামাল হোসেন ও পশ্চিম শাওড়া গ্রামের ইলিয়াস খানের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ কার্ড ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম জহির, এসএম মনিরুজ্জামান মনির, মনজুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, ফখরুল হোসেন, গৌরনদী উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মাসুদ হাসান মিঠু তালুকদার, জেলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক এমএ গফুর, সদস্য মাসুম হাওলাদার, আমিনুল ইসলাম শাহীন, মহিলা দলনেত্রী হোসনেয়ারা বেবী, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আসিফ