
কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শনিবার (২৯ মার্চ) রাত ১১টায় কুমিল্লা সদর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার বাসিন্দা মাছুম বিল্লালের ছেলে সাইদুল বাশার এবং ময়নামতি ফরিদপুর গ্রামের প্রয়াত সার্জেন্ট মীর ইউনুসের ছেলে মীর সাজ্জাদ।
কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক সালাহউদ্দিন জানান, গ্রেফতারকৃত যুবকদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়া, তাদের দুজনের বিরুদ্ধে পৃথক দুটি করে মামলাও রয়েছে।
গ্রেফতারকৃতদের রবিবার (৩০ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
নুসরাত