ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নড়াইলে শহিদদের স্মরণে ঊষার আলোর ইফতার ও দোয়া মাহফিল

শরিফুল ইসলাম, নড়াইল

প্রকাশিত: ০০:৫০, ৩০ মার্চ ২০২৫

নড়াইলে শহিদদের স্মরণে ঊষার আলোর ইফতার ও দোয়া মাহফিল

ছবি সংগৃহীত

জুলাই বিপ্লবের শহিদের মাগফিরাত ও পঙ্গুত্ববরণকারীদের আরোগ্যের জন্য সামাজিক সংগঠন সূর্যসংঘের উদ্যোগে নড়াইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) নড়াইল পৌরসভার দূর্গাপুরে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের শতাধিক সদস্যসহ অসহায় ও দুস্থ মানুষেরা এ ইফতার মাহফিলে অংশ নেন।

উক্ত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ শিক্ষক জাকির হোসেন, সংগঠনটির উপদেষ্টা মুহাদ্দিস হোসেন বাপ্পা ও রেজাউল ইসলাম। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপপ্রধান উপদেষ্টা শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক আশিকুর রহমান সৌরভ, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন, বিল্লাল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা জুলাই বিপ্লবের মূলমন্ত্রে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও ইফতার মাহফিল শেষে জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আশিক

×