
ছবিঃ সংগৃহীত
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার থেকে কেনা ঈদের জুতা পছন্দ না হওয়ায় বদলাতে আসে ক্রেতা। ঈদের বাজারের শেষ সময় হওয়ায় বিক্রেতা জুতাটি বদলে দিতে রাজি ছিল না। এই নিয়ে ক্রেতা-বিক্রেতার কথা কাটাকাটিতে মারামারিতে পৌঁছায়।
মারামারিতে দুই পক্ষের পাঁচ জন আহত হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের এক ব্যক্তি কানাইপুর বাজারের রহমত সু-স্টোর থেকে এক জোড়া জুতা কিনেন। পরবর্তীতে রাত ৮টার দিকে তিনি ওই জুতা বদলাতে গেলে দোকানদার রহমত শেখ এর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার ওই ক্রেতাকে মারধর করেন।
এরই জের ধরে ওই ক্রেতা কিছু সময় পর তার লোকজন নিয়ে এসে দোকানদারের ওপর হামলা চালাতে যান। এ সময় ওই ক্রেতার লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারির সময় উভয়পক্ষের ৫ জন আহত হন। গুরুতর আহত দু'জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রিফাত